রংপুরের পীরগঞ্জে জাকির হোসেন নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার রাতে পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
বগেরবাড়ী গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান বুদারের তৃতীয় সন্তান ছিলেন জাকির হোসেন।
এ প্রসঙ্গে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান; জাকির হোসেন মৃত্যুর আগে তার ডায়েরির পাতায় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় জানিয়ে সুইসাইড নোট লিখে গেছেন। সংসারে অভাব অনটন তার আত্মহত্যার মুল কারণ বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জাকির হোসেনের বড় ভাই মমিনুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





