পীরগঞ্জে জাতীয় পার্টি প্রার্থী নুরে আলমের নির্বাচনী গণসংযোগ

রংপুরের পীরগঞ্জের জাতীয় পার্টির নেতা নুরে আলমের নির্বাচনী জনসভা

ছবি: সংগৃহীত

সারা দেশ

পীরগঞ্জে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী নুরে আলমের নির্বাচনী গণসংযোগ

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০১৮

রংপুরের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী নুরে আলম যাদু আগাম নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। আজ রোববার খালাশপীর হাট থেকে শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে জাফরপাড়া, মজিলার দরগাহ, চতরা, পীরগঞ্জ, বড়দরগাহ, গুর্জ্জিপাড়া, ভেন্ডাবাড়ী কলোনী বাজার হয়ে উপজেলার বিভিন্ন মোড়ে তিনি গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় বক্তারা বলেন, রংপুরের পীরগঞ্জ আসনটি হুসাইন মোহাম্মদ এরশাদের ঘাটি। গতবার এ আসন নৌকার প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছিল।  এবার জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশে এককভাবে নির্বাচন করে লাঙ্গল প্রতীকের ঘাটি পুনরুদ্ধার করে এরশাদকে উপহার দেওয়া হবে।

নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে এক মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রাটি মদনখালীর খালাশপীর থেকে শুরু হয়। সেখান থেকে শোভাযাত্রাটি  মদনখালী, বড় আলমপুর, চতরা, রায়পুর, পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ, বড়দরগাহ, ভেন্ডাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা প্রমুখ।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads