রংপুরের পীরগঞ্জে চতরা ইউনিয়নের ঘাষিপুর (নামাপাড়া) গ্রামে আগুন লেগে ছয় পরিবারের ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত এ অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই ছয় পরিবারের সদস্যরা।
আজ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দেড় বান্ডিল করে টিন, নগদ সাড়ে চার হাজার টাকা, দুইটি কম্বল এবং ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন ও সদস্য নুর মোহাম্মদ গোল্লা নগদ অর্থ সহায়তা দিয়েছেন।