পীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসীরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০১৯

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাসীরা।

আজ বুধবার বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাশপুর মাদ্রাসামোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় পাঁচ গ্রামের দুই হাজারেরও বেশি নারী পুরুষ।

এতে বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী তাতারপুর গ্রামের বকুল মিয়া, একই গ্রামের গৃহবধু আয়শা বেগম,মনিকা বেগম,আব্দুল জব্বার,রসুলপুর গ্রামের ফারজানা খাতুন,আব্দুর রউফ মন্ডল, ধর্মদাশপুর গ্রামের নাহিদ হাসান,শিমুলবাড়ি গ্রামের আতাউর রহমান ও রাসেল মিয়া।

এ সময় বক্তারা বলেন, একাধিকবার স্থানীয় প্রশাসন এর কাছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অনুপযোগি হওয়া  ছাড়াও  বেপরোয়া যান চলাচলে স্কুলগামী শিশুরা বিদ্যালয়ে যাওয়া আসা ও পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads