পাহাড় ধসে দুই দিনে নিহত ১৪ 

প্রতিনিধির পাঠানো ছবি

প্রাকৃতিক দুর্যোগ

পাহাড় ধসে দুই দিনে নিহত ১৪ 

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০২১

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মহেশখালীর হোয়ানকে পাহাড় ধসে মারা গেছে আরও একজন।

মঙ্গলবার দিবাাগত রাত ২ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী ভিলেজার পাড়ার বাড়ির পার্শ্ববর্তী পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে মৃত্যু হয় সৈয়দ আলমের ৩ শিশুপুত্র ও ২ শিশুকন্যার। নিহতরা হলো, আব্দুস শুক্কুর (১৬), মোহাম্মদ জুবায়ের (১২), আব্দুল লতিফ (১০), কহিনুর আক্তার (১৪) ও জয়নাব আক্তার (৮) । রাতেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ভিলেজার পাড়ার সৈয়দ আলমের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

অপরদিকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালীর হোয়ানকের রাজুুয়ারঘোনা এলাাকায় পাহাড় ধসে মারা গেছেন শতোর্ধ আালী মিয়া। এসময় তার পরিবারের আরও ৩ জন আাহত হয়েছে। মাটি চাপা পড়ে মারা গেছে একটি গরুও একটি ছাগল।

এ নিয়ে জেলায় গত দুই দিনে পাহাড় ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। মঙ্গলবার পাহাড় ধসে কক্সবাজারে উখিয়ায় ৫ রোহিঙ্গা, টেকনাফে এক ব্যক্তি ও মহেশখালীতে এক কিশোরীর মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads