সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ পার্বতীপুর উপজেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পার্বতীপুর পৌর অডিটরিয়ামে এ অভিষেক অনুষ্ঠান হয়। পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল, সিনিয়র সহসভাপতি জাহিরুল ইসলাম জাফর, সাধারন সম্পাদক আছাদুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি সামছুজ্জামান, সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজি মোজাহদুেল ইসলাম, খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জান্নাতুন শিরিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে পার্বতীপুর শহরের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইয়ংস্টার ক্লাবের পরিবেশনায় নৃত্য পরিবেশিত হয়।