দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার নতুন ওসি মোখলেছুর রহমান

ছবি: বাংলাদেশের খবর

বাংলাদেশ

পার্বতীপুরকে মাদক ও জুয়ামুক্ত করার অঙ্গীকার ওসি মোখলেছুর রহমানের

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর, ২০১৮

দিনাজপুরের পার্বতীপুরে সম্প্রতি মাদক, জুয়া ও দখলবাজদের দৌরাত্ব বেড়ে গেছে।  পার্বতীপুরের বেশ কয়েকটি স্থানে নিয়মিত রাত দিন জুয়ার আসর বসছে। তাছাড়া চায়ের দোকানের নামে কেরাম বোর্ড খেলার আড়ালে প্রতিনিয়ত বসতে থাকে জুয়ার আসর। এদিকে পার্বতীপুর মডেল থানায় গত ২৭ সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসেবে (ওসি) মোখলেছুর রহমান যোগদান করেছেন। পার্বতীপুর মডেল থানাকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, পার্বতীপুর মডেল থানা বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া কঠিন শিলা খনি, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, রেলওয়ে পশ্চিম জোনের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, বাংলাদেশ রেলওয়ে হেড অয়েল ডিপো পার্বতীপুর, বিদেশিদের দ্বারা পরিচালিত মিশনারি ল্যাম্ব হাসপাতাল। এখানকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন অন্য যে কোন সময়ের চেয়ে বেশি সতর্ক থাকবে। বিশেষ করে পার্বতীপুর মডেল থানাকে দালালমুক্ত রাখা হবে। জনগণের মাঝে যে পুলিশ ভীতি রয়েছে তা দূর করতে পার্বতীপুর মডেল থানার সকল অফিসার ও সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে তার দায়িত্বপালনে বদ্ধপরিকর।

তিনি বলেন, পার্বতীপুরকে মাদকমুক্ত ও জুয়া মুক্ত করার জন্য যা যা করার দরকার তা করা হবে। যোগদানের একদিন পরেই পার্বতীপুর মডেল থানার সকল পুলিশ ফাড়ির কর্মকর্তাসহ অন্যান্য অফিসারদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক বিক্রেতা ও সেবনকারীতে গ্রেফতার করে আইনের আওতায় আনা ও জুয়াড়িদেরকে কোন ছাড় দেয়া হবে না।

ওসি মোখলেছুর রহমান বলেন, খুব দ্রুত একাদশ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  নির্বাচনের আগে ও পরে নাশকতা ঘটনা ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাই যে কোন ধরণের নাশকতা যাতে সৃষ্টি হতে না পারে সে জন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান পার্বতীপুরের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময়ে বিভিন্ন বাজার কমিটির নেতা, নৈশ প্রহরী ও স্থানীয় রাজনীতিকরা তার সঙ্গে সাক্ষাত করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads