পারস্য উপসাগরে ইরানি নৌবাহিনী বিপজ্জনক আচরণ করেছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। পারস্য উপসাগরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে বিপজ্জনক ও উসকানিমূলক আচরণ করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড নৌবাহিনী। এমন অভিযোগ করেছে পেন্টাগন। যদিও অভিযোগের বিষয়ে এখনো কোন বক্তব্য দেয়নি তেহরান।
মার্কিন সামরিক কর্মকর্তাদের অভিযোগ, স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন জাহাজগুলোর খুব কাছ দিয়ে ঘোরাফেরা করে ১১টি ইরানি ছোট রণতরী। এসময় উসকানিও দেয়া হয়। এসময় ব্যাখ্যা চাইতে ইরানি জাহাজগুলোর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, কোন সাড়া পাওয়া যায়নি বলে জানান মার্কিন কর্মকর্তারা।
সাম্প্রতিক ইরাকে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে রকেট হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পায়।