পাবনার বেড়ায় ভূয়া এনজিও কর্মী সঞ্চয়ের টাকাসহ আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাবনার বেড়ায় ভূয়া এনজিও কর্মী সঞ্চয়ের টাকাসহ আটক

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর, ২০২০

পাবনার বেড়ায় ভূয়া এনজিও কর্মী সঞ্চয়ের ১৯ হাজার ৫০০ টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেড়া পৌর এলাকার সান্যাল পাড়ায় ।

আটক ব্যাক্তি সাঁথিয়া উপজেলাধীন টাংবাড়ি গ্রামের মতিউর রহমানের ছেলে নাজমুল রহমান(২৮)।মতিউর রহমান সুজানগর উপজেলায় যুবউন্নয়ন কার্যালয়ে কর্মরত।

ভুক্তভোগী বাঘাবাড়ি গ্রামের মান্নাফ,শাহজাহানসহ কয়েকজন মহিলারা জানান, গতকাল রোববার সকাল ১১টার দিকে সে বাঘাবাড়ি মোল্লাপাড়া এলাকায় গিয়ে নিজেকে পিডিএফের কর্মী পরিচয় দিয়ে নতুন সদস্য ভর্তি করে লোন দিবেন। ভর্তি বাবদ ১২০ টাকা ও প্রথমে সঞ্চয় বাবদ ২ হাজার টাকা দিতে হবে। উপস্থিত তাদের কাছে টাকা না থাকায় পরের সপ্তাহে আসতে বলেন তাকে। নাজমুল পরের দিন সকালে গিয়ে তাদের বলেন, বড় স্যার আসবেন এবং কালকেই তাদের লোন দিবেন সর্বনিম্ন ২০ হাজার টাকা। এমন লোভ দেখিয়ে কয়েকজন সদস্য ভর্তি করে তাদের কাছ থেকে টাকা আদায় করেন। সন্দেহ হলে স্থানীয়রা বলেন, আপনার অফিসে যাব আপনার অফিস কোথায়? সে তখন বেড়া টিএমএসএস অফিসে তাদের নিয়ে আসেন।

এক পর্যায়ে বেড়া শাখার ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী জানান, সে আমাদের কেউ না তাকে আমরা চিনি না। তখন ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে গেলে তাকে একটি রুমে আটকে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।তার কাছে থেকে বিপুল পরিমাণের পিডিএফের পাস বই পাওয়া গেছে।

বেড়া মডেল থানর এস আই রতন কুমার বলেন, এখন থানায় নিয়ে যাচ্ছি। যেহুতু শাহজাদপুর থানায় ক্লেম করেছে এবং ওর বাড়ি সাঁথিয়া থানাধীন পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহন করবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads