পাইকগাছায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩ হাজার ৭২৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩ হাজার ৫২৮। অনুপস্থিত ছিল ১৯৬ পরীক্ষার্থী।
হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২০, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ৫৪৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৯, লতার কাঠামারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, দেলুটির হাটবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২১২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬, সোলাদানার চারবান্ধা কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১০, লস্করের খড়িয়া বীণাপানি কেন্দ্রে ২৪৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫, গদাইপুরের গোপালপুর কেন্দ্রে ৩৭০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৭, রাড়–লীর বাঁকা কেন্দ্রে ২০১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২, রাড়–লী কেন্দ্রে ২৬১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯, চাঁদখালীর গজালিয়া কেন্দ্রে ২৫৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২৪, চাঁদখালী কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৬, গড়ইখালীর বাইনবাড়িয়া কেন্দ্রে ১১৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১, গড়ইখালীর আলমশাহী কেন্দ্রে ২১৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৫ ও পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৫ পরীক্ষার্থীর মধ্যে ১০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মিলি জিয়াসমিন।