পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও কৃষি সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন-এর আর্থিক সহায়তায় ও বাংলাদেশ ডিজেস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) এর উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণশুনানী অনুষ্ঠিত হয়।
গদাইপুর ইউনিয়ন উৎপাদনকারী দলের সভাপতি মোঃ আছরোফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডল্টন রায়, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, ইউপি সদস্য রোজিনা বেগম, মনিরা বেগম, খন্দকার সুফিয়া বেগম, আজিজুর রহমান, আবু হাসান গাজী, জগন্নাথ দেবনাথ, গাজী এম,এ সাত্তার, শহিদুল ইসলাম, কাজী রবিউল ইসলাম, জবেদ আলী গাজী, মোঃ আব্দুল হাকিম গাজী, ইউপি সচিব মোঃ আরিফ, খুকুমনি, সবুর মোড়ল, বিডিপিসি’র ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ কামরুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, রত্না, আবু সাইদ, আহসান, আল-ফারুক, আরিফ, মশিউর ও পিয়ারী আক্তার।