হবিগঞ্জে কালবৈশাখি ঝড়ে ৫ শতাধিক বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে সোয়া এক ঘণ্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বৈদ্যুতিক খুঁটিও। জেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ কালবৈশাখির ঝড় শুরু হয়। ঝড় চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। সোয়া ঘণ্টার ঝড়ে সদর উপজেলার রিচি ইউনিয়নের ছোট বহুলা, তেঘরিয়া, ভাদৈ, উত্তর ভাদৈ, শিয়ালদাড়িয়া, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ ও বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। শহরের পুরাতন হাসপাতাল সড়ক, সার্কিট হাউস রোড, নার্সিং ইনস্টিটিউট সংলগ্ন রাস্তা, জজ কোর্ট সংলগ্ন রাস্তায় বেশ কয়েকটি গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়।
ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলতাফ হোসেন ছুটিতে আছেন বলে জানান। এ অফিসের দায়িত্বরত অফিস সহকারী নূর উদ্দিন জানান, ঝড়ে বেশ বাড়িঘর, গাছপালা বিধ্বস্ত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলা যাবে না। ইউনিয়নগুলো থেকে চেয়ারম্যানের মাধ্যমে উপজেলায় এর তথ্য সরবরাহ করা হয়। পরে তা জেলা অফিসে আসে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলায় কমপক্ষে ৩০টি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। একটি স্থানে ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো জেলায়ই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, লাইন মেরামতের কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।





