ডিজাইন ও ফিচারে বেশকিছু আপডেট এনেছে ভাইবার। এখন থেকে অ্যাপটি ব্যবহার করে একসাথে পাঁচজন পর্যন্ত গ্রুপ কল করতে পারবেন। দীর্ঘ চার বছর পরে নতুন ডিজাইন এলো ভাইবারে।
নতুন আপডেটে ভাইবারের গ্রুপ কলে একত্রে পাঁচজন যুক্ত হতে পারবেন। একজনের সঙ্গে কথা বলা অবস্থায় অন্যরা সেই কলে যুক্ত হতে পারবেন। তবে এখন শুধু অডিও কলে ফিচারটি পাওয়া যাবে। শিগগিরই ভিডিও কলেও এটি আসবে বলে জানিয়েছে ভাইবার।
নতুন আপডেটে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ইউএক্স ডিজাইনের পরিবর্তন ছাড়াও কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
আপডেটে সহজেই প্রাইভেট কল এবং গ্রুপ চ্যাট করার সুবিধা যুক্ত করা হয়েছে। কল স্ক্রিনে ব্যবহারকারীর সর্বশেষ হিস্টোরি দেখা যাবে। গ্রুপ কলে নম্বর হাইড করার সুবিধা যুক্ত করা হয়েছে নতুন আপডেটে।
এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, আরো গতিময় সুবিধা ও আগের কিছু ত্রুটি সারানো হয়েছে আপডেটে। পিন মেসেজ ফিচারও উন্নত করা হয়েছে। গ্রুপের সব সদস্য বার্তাটি দেখতে পারবেন এবং মেসেজ পাঠাতে পারবেন। কোনো বার্তাকে পিন করতে হলে সেটির উপরে কিছুক্ষণ ট্যাপ করলেই পিন অপশনটি দেখা যাবে।
বিশ্বব্যাপী ভাইবার ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। ভাইবার ১০ নামে আপডেটটি বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য উন্মোচন করা হয়েছে।