মহানগর

পল্লবীতে গাঁজাসহ গ্রেপ্তার ১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি, ২০২২

রাজধানীর পল্লবী থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলো মোঃ স্বপন মিয়া।

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টায় সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজা উদ্ধার ও তাকে গ্রেপ্তার সম্পর্কে ডিএমপির পল্লবী থানার ইন্সপেক্টর অপারেশন উদয় কুমার মন্ডল গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালীন এসআই জহির উদ্দিন আহমেদ সংবাদ পান যে সেকশন-১২, ব্লক-ডি সিরামিক রোডের সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে গাঁজা বেচাকেনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে স্বপনকে গ্রেপ্তার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।

পল্লবী থানার রুজুকৃত মামলায় গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads