পরিবর্তনে বিন্দু কণা

গায়িকা বিন্দু কণা

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

পরিবর্তনে বিন্দু কণা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ অক্টোবর, ২০১৮

ইন্দুবালা শিরোনামে একটি গান ইতোমধ্যে দুই বাংলায় আলোচিত হয়েছে। এই আলোচনার কারণ, কলকাতার একটি চ্যানেলের সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো’তে গানটির গীতিকার ও সুরকার নিয়ে ভুল তথ্য পরিবেশন। মূলত এই গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকার দেলোয়ার আরজুদা শরফ এবং সুর করেছেন প্লাবন কোরেশী। ভারতীয় গণমাধ্যমে গায়িকা সম্পা বিশ্বাস গানটি পরিবেশনের সময় ভুল তথ্য পরিবেশন করেন। পরে তিনি এই ভুলের জন্য গীতিকারের কাছে ক্ষমাও চান।

এবার পরিবর্তনের জন্য গানটি গেয়েছেন প্রতিভাময়ী গায়িকা বিন্দু কণা। আর গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক ইবরার টিপু। শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় আনজাম মাসুদের পরিকল্পনা গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘পরিবর্তন’ এর ২৮তম পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে আগামী ২১ অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads