'দুর্যোগ সহনীয় আবাসন গড়ি, নিরাপদে বাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যালী, মহড়া ও পথনাট্যর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে ক্যাম্পাস চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবেলায় নানা ধরনের কৌশল এবং পথনাট্য পরিবেশন করেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রফেসর ড. একে.এম আবদুল আহাদ বিশ্বাসসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।





