যোগাযোগ

পদ্মা সেতুর ২ হাজার ২৫০ মিটার দৃশ্যমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৯

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৩-২৪ নম্বর পিলারের ওপর বসল ১৫তম স্প্যান। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে স্প্যানটি (সুপার স্ট্রাকচার) বসানো হয় বলে জানান পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির।

তিনি বলেন, ১৫০ মিটার দৈর্ঘ্যের ১৫তম স্প্যান (৪-ই) বসানোর ফলে সেতুর দুই হাজার ২৫০ মিটার দৃশ্যমান হলো। এর আগে গত ১৪ অক্টোবর স্প্যানটি জাজিরার চর থেকে ২৩-২৪ নম্বর পিয়ারের কাছে নেওয়া হয়। যদিও গত বুধ বা বৃহস্পতিবার স্প্যানটি বসানোর কথা ছিল বলে পদ্মা সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী জানিয়েছিলেন।

৪১টি স্প্যানের মধ্যে ৪-ই স্প্যানটি বসানোর পর সেতুর ১৫টি স্প্যান বসানো হলো। এ ছাড়া মাওয়া প্রান্তে একটি স্প্যান অস্থায়ীভাবে বসানো আছে। জাজিরা প্রান্তে ১১টি স্প্যানের ১ হাজার ৬৫০ মিটার ও মাওয়া প্রান্তের তিনটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যানের মোট ৬০০ মিটার দৃশ্যমান হলো। প্রায় চার মাস পর পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসানো হলো। এর আগে ১৪তম স্প্যান বসানো হয়েছিল গত ২৯ জুন।

এ ব্যাপারে প্রকৌশলীরা জানান, বর্ষাকালে নদীতে প্রচুর পলি আসে। পলি জমে চ্যানেল প্রায় বন্ধ হয়ে যায়। নাব্য সংকটের কারণে স্প্যান বহনকারী ক্রেনটি চলতে পারে না। কনস্ট্রাকশন ইয়ার্ডে আরো ৫টি স্প্যান প্রস্তুত আছে। চারটি স্প্যান কনস্ট্রাকশন ইয়ার্ডে ও একটি চর এলাকায় ২৮ নম্বর পিয়ারের কাছে রাখা আছে। এখন নিয়মিতভাবে পিলারে স্প্যান বসানোর কাজ করা হবে। জানা গেছে, এ পর্যন্ত সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ এবং সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৪ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads