চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশকিন, ফ্রান্সের জেরার্ড মৌরো এবং এবং কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। লেসার নিয়ে গবেষণায় যুগান্তকারী উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছেন তারা।
স্থানীয় সময় মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এই পুরস্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
‘অপটিক্যাল টুইজার্স’কে আরও সমৃদ্ধ করার জন্য অর্ধেক পুরস্কার জিতেছেন অ্যাশকিন। আর ‘উচ্চ তীব্রতা উৎপন্ন, অতি ক্ষুদ্র অপটিক্যাল পালস পদ্ধতি’র জন্য যৌথভাবে বাকি অর্ধেক পুরস্কার জিতেছেন মৌরো ও স্ট্রিকল্যান্ড।
অর্থাৎ পুরস্কার বাবদ ৯০ লাখ সুইডিশ ক্রোনোর(সাত লাখ ৭০ হাজার পাউন্ড) অর্থের ৪৫ লাখ পাবেন অ্যাশকিন। আর বাকি ৪৫ লাখ ক্রোনোর যৌথভাবে পাবেন মৌরো ও স্ট্রিকল্যান্ড।
এর আগে, ক্যানসার চিকিৎসায় নতুন পদ্ধতি ব্যবহার করায় সোমবার (১ অক্টোবর) চিকিৎসা শাস্ত্রে ২০১৮ সালের নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজোর নাম ঘোষণা করা হয়।
আগামীকাল বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তবে এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করেছে রয়েল সুইডিশ একাডেমি।