পথসভায় সরকারের উন্নয়ন প্রচারে বাবেল গোলন্দাজ

পথসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগ আহবায়ক ও ময়মনসিংহ-১০ আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পথসভায় সরকারের উন্নয়ন প্রচারে বাবেল গোলন্দাজ

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর, ২০১৮

গফরগাঁওয়ে বিশাল বহর নিয়ে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রচারে নেমেছেন উপজেলা আওয়ামী লীগ আহবায়ক ও ময়মনসিংহ-১০ আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করা হয়। এ সময় এলাকার শত শত নারী-পুরুষ ও তরুণ প্রজন্ম অংশ নেয়।

পথসভায় ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বিশ্বে রোল মডেল। দেশের সার্বিক উন্নয়নের মহানায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের জন্য আশীর্বাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশের হাল ধরেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসির দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, মেয়র ইকবাল হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মাসুদ হোসেন সোহেল, যুবলীগ নেতা সালাউদ্দিন পলাশ, কাওছার আহম্মদ, মাহমুদুল হাসান সজীব, তাজমুন আহম্মদ, মেহেদি হাসান সানিল, শরিফুল ইসলাম মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads