নওগাঁর পত্নীতলা উপজেলায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
থানা সূত্রে যানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঠুকনিপাড়া মোড়স্থ সালিগ্রাম রোড়ে একটি ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আকটকৃতরা হলেন-মহাদেবপুর উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত.জহির উদ্দীনের ছেলে মো.মোসলেম উদ্দীন (৩৩) ও একই এলাকার মৃত.দীল মোহাম্মদ প্রামানিকের ছেলে মো.আহসান হাবিব মিজান(৩১)।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রতর্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতেঠুকনিপাড়া মোড়স্থ সালিগ্রাম রোড়ে একটি ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।