পতাকা বৈঠক শেষে পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পতাকা বৈঠক শেষে পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২১

পঞ্চগড়ে এক দিন পর বিজিবি-বিএসএফের বৈঠক শেষে ভারত সীমান্তে আটক পুলিশ সদস্য ওমর ফারুককে ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার সন্ধ্যায় পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ২১ বিএসএফের লে. জিএস টোমার।

এর আগে, গতকাল রোববার রাতে জেলার সদর উপজেলাধীন হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।

পুলিশ সদস্য ওমর ফারুককে পঞ্চগড়ের এএসপি (সার্কেল) সুদর্শন রায় ও সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন ওমর ফারুক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads