দুর্ঘটনা

পঞ্চগড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০২৩

পঞ্চগড় প্রতিনিধি:  

পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় একইদিনে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে মায়ান ও সিফাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা ও দুপুর ১২টায় এ ঘটনা দুটি ঘটে।

মৃত মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সরদারপাড়া এলাকার মানিক হোসেনের ছেলে এবং সিফাত আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।

জানা গেছে, শিশু মায়ান শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে খেলছিল। সেসময় বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের খালে পড়ে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একইদিন দুপুর ১২টার দিকে শিশু সিফাত বাড়ির পাশের স্কুল মাঠে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে মাঠের পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ওসি আবু মুসা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads