সারা দেশ

নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমানের সংবাদ সম্মেলন

  • ''
  • প্রকাশিত ২৩ মে, ২০২৪

এস এম হালিম মন্টু,নড়াইল প্রতিনিধি:

৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ না হওয়ার প্রতিবাদে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের তোফায়েল মাহমুদ তুফানের পুন: নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সন্ধ্যায় তোফায়েল মাহমুদ তুফানের শহরের আলাদাৎপুরে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তোফায়েল মাহমুদ তুফান লিখিত বক্তব্যে জানান , নির্বাচনের দিন তার নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করাসহ জোর করে তার এজেন্টদের বের করে দেওয়া হয়, ভোটারদের আসতে বাধা দেয়া হয় এবং কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমাণ জাল ভোট প্রদান করা হয়েছে। চন্ডিবরপুর ইউনিয়নের সকল কেন্দ্র আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর স্কুল ও দত্তপাড়া স্কুল কেন্দ্র এবং মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা স্কুল কেন্দ্রের ভোট যাচাই-সহ পুনরায় গণনা করা আবশ্যক। নড়াইল সদর উপজেলায় মোট কাস্টিং ভোট শতকরা ৩৭.৪৯, সেদিকে চন্ডিবরপুর ইউনিয়নের সীবানন্দপুর কেন্দ্রের ভোটের শতকরা হার ৮১,যা উপজেলার সকল কেন্দ্রের ভোট এর সাথে এ ভোটের হার অসামঞ্জস্যপূর্ণ। তিনি বধুবার উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর নড়াইল সদরের রিটার্নিং অফিসার বরাবর বিতর্কিত ভোট কেন্দ্র সমূহে পুনরায় ভোট গ্রহণ, ব্যালটের মুড়ি অংশ এবং ব্যালটের যাছাই -বাছাইসহ সামগ্রিক নির্বাচন পুনরায় করার দাবি জানিয়েছেন বলে দাবি করেন।

অন্যদিকে নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচনকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভুইয়া সংবাদ সম্মেলন করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল শহরের মহিষখোলাস্থ বাসার সামনে ।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়া লিখিত বক্তব্যে বলেন , ২য় ধাপে অনুষ্ঠিত নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরের দিন বুধবার বিকালে আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য নির্বাচন সম্পর্কে এবং আমার বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য ও তথ্যপ্রদান মিডিয়ার সামনে তুলে ধরেছেন তা সম্পূর্ণ অসত্য বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

নির্বাচনের দিন আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান সন্ত্রাসীদের দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমার কর্মি -সমর্থকদের হত্যা ও গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যার ভিডিও ফুটেজ কর্তৃপক্ষের কাছে দেয়া আছে। এর আগে তিনি জাতীয় সংসদের হুইফ নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজাকে জড়িয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য প্রমাণহীন,মনগড়া, অসত্য, ভিত্তিহীন অভিযোগ করেন।

তার পক্ষে নড়াইল-১ এর সংসদ সদস্য বি এ কবিরুল হক মুক্তি প্রভাব খাটিয়ে তার খুলনার বাস ভবনে আমার কর্মি সমর্থকদের ডেকে নিয়ে নানা ধরনের উপঢৌকন প্রদান ও ভয়ভীতি দেখিয়েছেন , যার প্রমাণ আমাদের কাছে আছে। আমি আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান এর এ ধরনের তথ্য প্রমাণহীন,মনগড়া, কাল্পনিক ,অসত্য, ভিত্তিহীন অভিযোগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ ও জানাই। নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ বিশ্বাস,আইড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস, এম, পলাশসহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads