ন্যানসির চার গান

সংগৃহীত ছবি

শোবিজ

ন্যানসির চার গান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৩ এপ্রিল, ২০২১

একসঙ্গে চারটি গানের রেকর্ডিং করলেন ন্যানসি। গান চারটি হলো- ঐতিহাসিক দেশাত্মবোধক ‘মুক্তির মন্দির সোপান তলে’, বৈশাখের থিম সঙ ‘এসো হে বৈশাখ’, মিতালী মুখার্জির গাওয়া ‘ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয়’ এবং আহমেদ রাজীবের নিজের কথা-সুরে-গাওয়া নতুন গান ‘সাধ্য কি আর আছে বলো’।

শিল্পী জানান, আগে থেকেই এপ্রিলের প্রথম দিনটি তিনি তুলে রেখেছিলেন সংগীত পরিচালক ও শিল্পী আহমেদ রাজীবের জন্য। দুজনেই মাঝে ফোনে ফোনে প্রস্তুতি নিয়েছেন চারটি গানের। ১ এপ্রিল সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটল দিনভর, ঢাকার একটি রেকর্ডিং স্টুডিওতে। গত বৃহস্পতিবার দিনজুড়ে চারটি গানই একককণ্ঠে ধারণ করলেন ন্যানসি। সেই সঙ্গে জানান দিলেন, প্রায় পাঁচ বছর পর একসঙ্গে কাজ করলেন রাজীব-ন্যানসি। এদিকে গান চারটি প্রসঙ্গে ন্যানসির প্রতিক্রিয়া বেশ গভীর। তিনি বলেন, ‘চারটি গানই পুরনো। এর মধ্যে প্রথম দুটি ঐতিহাসিক, একটি নব্বই দশকের তুমুল জনপ্রিয়, শেষটিও রাজীব ভাইয়ের অসাধারণ মৌলিক সৃষ্টি। আমি মনে করছি, এটা সৌভাগ্যের বিষয়- একসঙ্গে চার ধারার চার সময়ের চারটি গান কণ্ঠে তুলতে পারা।’ ন্যানসি জানান, এই গানগুলোর প্রধান বৈশিষ্ট্য সংগীতায়োজন।

তার ভাষায়, “খেয়াল করবেন কলকাতায় কিন্তু পুরনো গানগুলো নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়। যেটা এখানে খুবই কম। নতুন সঠিক সংগীতায়োজনের কারণে একটি হারিয়ে যাওয়া গান অথবা শুনতে শুনতে কান পচে যাওয়া গানও অসাধারণ জীবন পেতে পারে। যেমন আমার মেয়ের প্রজন্মের শ্রোতারা কিন্তু ‘মুক্তিরও মন্দিরও’ গানটির পুরনো ভার্সন পছন্দ করবে না। অথচ এই চেতনার গানগুলো তাদের শোনা খুব দরকারি- যদি মানুষ হতে হয়। এসব ভাবনা থেকেই আমাদের এই প্রজেক্টগুলো করা।”

গানগুলো পর্যায়ক্রমে প্রকাশের কথা রয়েছে আসন্ন ঈদ-বৈশাখে সিএমএস, অনুপম ও সিএমভি’র ব্যানারে। যদিও গান প্রকাশ নিয়ে বছরের শুরু থেকে বেশ গাল ফুলিয়ে রেখেছেন ন্যানসি।

“চারপাশে প্রচুর গান প্রকাশ হচ্ছে। অথচ আমার গানই সব আটকে আছে! অন্তত ১৫টা গান হবে- যেগুলো গত দেড়-দুই মাসে রেকর্ড করেছি। কিন্তু প্রকাশের আর খবর পাই না। কিছু বললেই বলে, ‘আপা করোনা বলে ছাড়তে পারছি না। সময়টা একটু ভালো হোক।’ এটাও অবশ্য সত্যি কথা। সময়টা তো সত্যিই খারাপ যাচ্ছে। তবে আশা করছি আসছে ঈদ-বৈশাখে বেশকিছু ভিন্নধারার গান প্রকাশ হবে। সেই ভরসায় আছি।” যোগ করেন ন্যানসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads