নো প্রবলেম আনোয়ার

ছবি : সংগৃহীত

শোবিজ

নো প্রবলেম আনোয়ার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০১৮

‘বেশ কয়েক মাস আগে নাটকটির কাজ করেছিলাম। নাটকটির গল্প মূলত আমাকে ঘিরেই। নাটকে আমার চরিত্রের নাম আনোয়ার। যেকোনো সমস্যা এলেই সে বলে— নো প্রবলেম। কিন্তু শেষমেশ একটা না একটা সমস্যা হয়েই যায়। নাটকটিতে মৌটুসীও অসাধারণ অভিনয় করেছেন। কমেডি ঘরানার এ নাটকটি দর্শকের কাছে অন্য রকম ভালোলাগার সৃষ্টি করবে, এটা আমি আশা রাখি।’ লিটু করিমের নির্দেশনায় ‘নো প্রবলেম আনোয়ার’ নাটকে অভিনয় প্রসঙ্গে এমনটাই বলেন মীর সাব্বির।

‘নো প্রবলেম আনোয়ার’ নাটকটি শিগগিরই ‘ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এতে মীর সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন মৌটুসী। নতুন বছরে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকে কাজ করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। তিনি বলেন, ‘ডিসেম্বর মাসজুড়ে পুরনো ধারাবাহিক নাটকগুলোর টুকটাক কাজ করেছি। ইংরেজি নতুন বছরে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করব। শুরু করলেই সবাইকে জানান দেব।’

মৌটুসী বিশ্বাস অভিনীত ‘খেলোয়াড়’, ‘মিস্টার টেনশন’, ‘অর্ধেক সত্য’ ধারাবাহিকগুলো যথাক্রমে বাংলাভিশন, এনটিভি এবং আরটিভিতে প্রচার হচ্ছে। অভিনয়ের বাইরে মৌটুসী পুরো সময়টা সংসারে দিয়ে থাকেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads