নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ: প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ

প্রতীকী ছবি

অপরাধ

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ: প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ

  • প্রকাশিত ৩ এপ্রিল, ২০১৯

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে বেচু মাঝি (৩৫) আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করেছে। জেলার ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহ তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে একই আদালত শুনানি শেষে মামলার অন্য দুই আসামি আবুল বাশারকে তিন দিন ও ইউসুফ মাঝিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. ইব্রাহীম খলিল জানান, এ পর্যন্ত মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে। মামলার অপরাপর আসামিদের গ্রেফতারে আমাদের জোর তৎপরতা রয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে স্থানীয় চরজব্বার বাজার থেকে স্বামীর মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২জন নির্যাতিতার স্বামীর মোটরসাইকেলের গতিরোধ করে মারধর করে। পরে তার স্বামীকে এক পাশে আটকে রেখে তাকে বেচু মাঝি, ফজলু ও আবুল বাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।

পরের দিন নির্যাতিতার স্বামী আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চারজনসহ মোট ১২জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

নোয়াখালি প্রতিনিধি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads