নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, আহত ৩০

ছবি বাংলাদেশের খবর

দুর্ঘটনা

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, আহত ৩০

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুলাই, ২০১৯

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী মহাসড়কে সুগন্ধা পরিবহনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে ডুবে যায়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।

আজ বুধবার সকাল ৮টার দিকে সেনবাগ রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৮টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা ফেনী অভিমুখি সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে যায়। পরে পুলিশের সহযোগীতায় স্থানীয়রা ২৫/৩০ জন্য যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads