নোয়াখালীর সেনবাগ পৌরসভা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

নোয়াখালীর সেনবাগে বিএনপি কার্যালয়ে হামলা, উপজেলা চেয়ারম্যানসহ আহত ১০

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৮

নোয়াখালীর সেনবাগ পৌরসভা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।হামলায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক।

খবর পেয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২  সেনবাগ সোনাইমুড়ি আসনের বিএনপি মনোনিত প্রার্থী জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন,  ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের জন্য সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার দলীয় কার্যালয়ে নেতাকার্মীরা একত্রিত হয়। এসময় সকাল ৯টার দিকে আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, গোলাম কবির ও ছাত্রলীগ নেতা মাজেদুল হক তানভিরের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী হঠাৎ দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে অফিসে থাকা নির্বাচনী পোস্টার, ফেস্টুন, টেলিভিশন ও চেয়ার, টেবিল ভাংচুর করে অফিস বাইরে রাস্তার ওপর নিয়ে আগুল লাগিয়ে দেয়। এ সময় দলীয় কার্যালয়ে অবস্থান করা উপজেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটনসহ অন্তত ১০জনকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান ভাংচুর ও অগ্নিসংযোগে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা অনুসন্ধান করে দেখছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads