প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করল নেপাল। তৃতীয় ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে অধিনায়ক পরশ খাদকারের ঐতিহাসিক সেঞ্চুরির সুবাদে। নেপালের ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে এই ম্যাচ। কারণ, সিরিজ জয়ের সঙ্গে দেখা মিলেছে তাদের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ানের। তবে ইতিহাস গড়ার পথটা মোটেও সুখকর ছিল না।
সোমবার ১-১ ব্যবধানে সমতায় থেকে তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিল তারা। ২৫৫ রানের লক্ষ্যে নেপাল খেলতে নামলে এক পর্যায়ে আরব আমিরাত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। ১ উইকেটের বিনিময়ে ৮১ রানে দারুণ শুরুর পর ২৬ ওভারে ১২৯ রান তুলতেই ৪ উইকেট হারায় নেপাল। ওই মুহূর্তে ব্যাট হাতে দলের জন্য বুক চিতিয়ে লড়াই করেন অধিনায়ক খাদকার। তখন দলের প্রয়োজন মিটিয়ে ব্যাটিং করেন ৩৯ ওভার পর্যন্ত। লড়াকু মনোভাবের কারণেই খাদকার হয়ে যান নেপালের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান। ১০৯ বলে করা ১১৫ রানের ইনিংসে ছিল ১৫টি চার ও ১ ছক্কা। তার গড়ে দেওয়া মঞ্চে অবশেষে ৪৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নেপাল। একই সঙ্গে সিরিজ নিশ্চিত হয় ২-১ ব্যবধানে। ম্যাচসেরা হন নেপাল অধিনায়ক পরশ খাদকার।
                                
                                
                                        
                                        
                                        
                                        




