নেত্রকোনায় এক হাঁস খামারির বাড়িতে পেতে রাখা ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। শনিবার মধ্য রাতে নেত্রকোনা সদর উপজেলার সুনুরা গ্রামের রতন মিয়ার বাড়িতে এই বাঘটি আটকা পড়ে। রবিবার খবর পেয়ে এলাকার মানুষ মেছো বাঘটিকে দেখতে রতন মিয়ার বাড়ীতে ভীড় জমান। রতন মিয়া জানিয়েছেন, প্রায় প্রতি রাতে তার বাড়ির হাঁসের খামার থেকে মেছো বাঘটি হাস খেয়ে আসছিল্। এ জন্যে তিনি লোহার খাচায় ফাঁদ পেতে বাঘটিকে আটক করেছে।
নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, বাঘটি হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল। বাঘটি এখন রতন মিয়ার বাড়িতেই রয়েছে। বাঘটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বন বিভাগকে খবর দেয়া হয়েছে।