নেত্রকোনায় সাপের কামড়ে নিহত ২

নেত্রকোনায় সাপের কামড়ে নিহত ২

প্রতীকী ছবি

সারা দেশ

নেত্রকোনায় সাপের কামড়ে নিহত ২

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০১৯

নেত্রকোনায় পৃথক স্থানে সাপের কামড়ে রুবেল মিয়া (২৬) ও চন্দন দাস (২৭) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে (৫ সেপ্টেম্বর) এ নিহতের ঘটনা ঘটে।

চন্দন দাস নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের বানিয়াপাড়া গ্রামের সুরেশ দাসের ছেলে। সে নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বাস করে একটি সেলুনে কাজ করত। এদিকে, রুবেল মিয়া একই জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিম খানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

সংশ্লিষ্ট পুলিশ ও স্বজনরা জানায়, বৃহহস্পতিবার ভোরে রুবেলের গ্রামের এক বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, চন্দন দাস বুধবার মধ্যে রাতে ওই কান্দুলিয়া গ্রামের বাসা থেকে প্রকৃতির ডাকে বাইরে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসলে বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads