নেত্রকোনায় প্লাটফর্ম থেকে উদ্ধারকৃত অভূক্ত বৃদ্ধার মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নেত্রকোনায় প্লাটফর্ম থেকে উদ্ধারকৃত অভূক্ত বৃদ্ধার মৃত্যু

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০২০

নেত্রকোনা পৌর শহরের সাতপাই বড় রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে উদ্ধারকৃত অভূক্ত অজ্ঞাত সেই বৃদ্ধা মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্যে ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্লাটফর্ম এলাকার পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, গত প্রায় একবছর ধরে অজ্ঞাত ওই বৃদ্ধা জেলা শহরের সাতপাই বড় রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে থাকতেন। কেউ তার পরিচয় জানেন না। বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করতেন। গত কয়েকদিন আগে শীত ও অভূক্ত জনিত কারণে প্লাটফর্মেই তিনি মৃতের মতো পড়েছিলেন। গত ২৭ জানুয়ারী সন্ধ্যায় তাকে পড়ে থাকতে দেখে কয়েক তরুণ এগিয়ে যান। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি সমাজেসেবা কার্যলয়ের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তৎখনাৎ শিশু ছায়ার উপদেষ্টা আলপনা বেগমের সহায়তায় বৃদ্ধাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০দিন হাসপাতালে থাকার পর আজ বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এই বৃদ্ধা মারা যান।

শিশু ছায়ার উপদেষ্টা আলপনা বেগম বলেন, ওই বৃদ্ধার মতো অবস্থা যেন আর কারো না হয় সে জন্যে প্রতিটি মানুষকে অনেক বেশি সোচ্চার হতে হবে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশের দাফনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads