স্বাস্থ্য সুরক্ষার খবর

নীলফামারীর কিশোরগঞ্জে হাসপাতালে চালু হল বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন, ২০২৩

আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদের সভাপতিত্বে এ বৈকালিক স্বাস্থ্য সেবা বা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস উদ্বোধন করা হয়। বৈকালিক স্বাস্থ্য সেবায় হাসপাতালের চেম্বারে বসেই আজ থেকে ডাক্তারগণ সাধারণ রোগীদের নামমাত্র মূল্যে সেবা প্রদান করবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈকালিক এই স্বাস্থ্যসেবায় কনসালটেন্ট ও চিকিৎসকরা রোগী দেখবেন। এ জন্য সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানায়—কনসালটেন্ট ফি ৩০০ টাকা ও চিকিৎসক ফি ২০০ টাকায় সেবা পাবে রোগীরা।
এদিকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ প্রাঃ) সানজিদা রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়াদীর্ গ্রেনেট বাবু, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads