নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দূরপাল্লার বাস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে দূরপাল্লার বাস

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে, ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরুত্ব, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের ছুটিতে আসা মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে কয়েকদিন ধরে। টাঙ্গাইল-জামলপুর মহাসড়কে শেরপুর-জামালপুর থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি ধনবাড়ী, মধুপুর হয়ে ঢাকাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলাচল করছে।

গতকাল সোমবার ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, গত দুই দিনের তুলনায় আজ এ মহাসড়কে দূরপাল্লার বাস বেশি চলাচল করছে। বিশেষ করে ঢাকামুখী বাসগুলো ধনবাড়ী বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সেখানে বাসের হেলপাররা ডেকে ডেকে বাস যাত্রীদের গাড়িতে তুলছে। বাস দাঁড়িয়ে থাকার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এতে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। পায়ে হেঁটেই বাসস্ট্যান্ড এলাকা পার হওয়া কষ্টদায়ক হয়ে পড়ছে। এমনকি সেখানে ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি।

বাসচালকেরা জানান, দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থাকায় এবং অতিরিক্ত যাত্রীদের যার যার কর্মস্থলে ফেরার সুবিধার জন্যই তারা নিষেধাজ্ঞা অমান্য করেই মহাসড়কে বাস চলাচল শুরু করেছে।

ঢাকাগামী বাসের যাত্রী রোকসানা খাতুন, রোপা আক্তার, দেলোয়ার মিয়া ও সাইমন হোসেন জানান, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেক কষ্টে ঢাকা থেকে ভেঙ্গে-ভেঙ্গে বাড়িতে এসেছিলাম। ঈদের যাত্রায় ভোগান্তি হলেও বাস চালু থাকায় অনেকটা স্বতিতেই কর্মস্থলে ফিরে যেতে পারছি। তবে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads