নির্বাচন হতে পারে ২৭ ডিসেম্বর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ছবি: সংগৃহীত

নির্বাচন

নির্বাচন হতে পারে ২৭ ডিসেম্বর: অর্থমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার বিকেলে সচিবালয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এর তিন মাস আগে বর্তমান মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে ছোট পরিসরের একটি মন্ত্রিপরিষদ গঠন করা হবে। তবে বর্তমান সংসদ বহাল থাকবে।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে দলটির কোনো প্রতিনিধি নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় দেখেছি, নির্বাচনকালীন সরকারে নাকি সুশীল সমাজের প্রতিনিধিও থাকবেন। কিন্তু এ তথ্যটি ঠিক নয়। নির্বাচনকালীন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি থাকার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads