নির্বাচন কমিশন যেদিনই নির্বাচনের তারিখ নির্ধারণ করুক, সে অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের (গতকাল গণভবনে) সঙ্গে আলাপ হচ্ছিল, ডায়ালগ হচ্ছিল। তখন তিনি (প্রধানমন্ত্রী) একপর্যায়ে এ কথা বলেছেন, যে আমার দেশের জনগণের পারসেপশনকে (দৃষ্টিভঙ্গিকে) আমি ইগনোর (অবহেলা) করতে পারি না। জনগণ হয়তো বিষয়টা নিয়ে টেনশনে আছে। আন্দোলনের মুখে এখন কী করবেন? এবং এখনো হুমকি-ধমকি আছে। আমি পরিষ্কার বলতে চাই, চাপ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না। আলাপ-আলোচনা করে, সংবিধান ঠিক রেখে যুক্তিসঙ্গত, কিছু প্রস্তাব যদি আসে, অবশ্যই গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধা থাকবে না।’
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম দফা সংলাপেই তাদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বুধবার আবারও তাদের সঙ্গে স্বল্প পরিসরে দ্বিতীয় দফা সংলাপে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সংবিধানের মধ্যে থেকে তারা যদি কোনো দাবি করে, তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব।’