নির্বাচনী প্রচারণায় এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী
বাংলাদেশের খবর : সারা দেশের মত টাঙ্গাইল ৬ আসনেও চলছে নির্বাচনী আমেজ। যদিও সারা বাংলাদেশের মতই নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা এই এলাকাতেও হয়েছে। গৌতম চক্রবর্তীর প্রচারণা কাজে ব্যাবহার করা মাইক ভেঙে দেওয়া হয়েছে, পোস্টার ছিড়ে ফেলা হয়েছে ।গতকাল শুক্রবার ২১ ডিসেম্বর টাঙ্গাইল ৬ আসন নাগরপুর-দেলদুয়ার উপজেলার গ্রামগুলোতে ঘুরে ধানের শীষের কোন পোস্টার, প্রচারণা চোখে পরেনি । নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন "ধানের শীষের মাইকিং এ বাইর হইছিল পোলাডারে মাইরা মোবাইল. ফোন কাইরা নিসে, পোষ্টার নিয়া ফালায়ে দিসে। এত বয়স হইলো জীবনে কত ইলেকশন দেখছি এটা কেমন কথা?।“ এরকম বিচ্ছিন্ন ঘটনা বাধা সত্যেও শুক্রবার দেখা গেছে সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর গন সংযোগ করছেন তার নির্বাচনী এলাকায়। এই আসনে তার মুল প্রতিদন্দী নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের সহযোগী সংগঠন সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের পুত্র জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিযয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু।