নিজের বাল্যবিয়ে রুখে দিল স্কুলছাত্রী

নবম শ্রেণির স্কুলছাত্রী আসমা আক্তার (১৪)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নিজের বাল্যবিয়ে রুখে দিল স্কুলছাত্রী

  • মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০১৮

মঠবাড়িয়ায় নবম শ্রেণির স্কুলছাত্রী আসমা আক্তার (১৪) নিজেই নিজের বাল্যবিয়ে রুখে দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

থানা ও স্কুল সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সোনাখালী গ্রামের দরিদ্র আজিম মিয়ার মেয়ে স্থানীয় সোনাখালী মুন্সী আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আসমাকে  সম্প্রতি তার অমতে প্রতিবেশী নুরুল ইসলাম ফরাজীর পুত্র সৌদি প্রবাসী রাসেল ফরাজীর সঙ্গে বিয়ে দেওয়া হয়। মোবাইল ফোনে দু’পরিবারের সম্মতিতে হুজুর দিয়ে মৌখিকভাবে গোপনে এ বিয়ে পড়ানো হয়। কিন্তু  আসমা কোনোভাবেই এ বিয়ে মেনে নেয়নি। ঘটনার প্রায় এক মাস পর সম্প্রতি আসমা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ গত বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর মা রাশেদা বেগম ও দাদা নুরুল ইসলামকে আটক করে। এ সময় ছাত্রীর বাবা আজিম মিয়া পালিয়ে যান। পরে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন মঞ্জুর উপস্থিতিতে ছাত্রীর মা ও দাদা ১৮ বছর না হওয়া পর্যন্ত আসমার বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, মুচলেকা নিয়ে ওই ছাত্রীর মা-দাদাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads