যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে করোনায় আক্রান্ত বাংলাদেশি এক নারীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

এখন পর্যন্ত দেশটিতে এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৫ জন এবং প্রাণ হারিয়েছেন ৫৮২ জন।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।

ইতালিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads