নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ওই সময়ে আটক করা হয়েছে চারজনকে। পুলিশের বাধার কারণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী পণ্ড হয়ে যায়।
শনিবার সকালে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রীয়ভাবে মহানগর ও জেলায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার কর্মী সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছিলেন। কিন্তু জড়ো হওয়ার সময়ই পুলিশ ধাওয়া দিয়ে সাখাওয়াতের চারজন কর্মীকে আটক করে। তারা হলো, মাহিউদ্দিন মাহি, রতন, আবদুর রহমান ও শহীদ। ওই সময়ে চারজনকে ছাড়াতে পুলিশের সঙ্গে সাখাওয়াতের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
অপরদিকে জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাসের নেতৃত্বে জেলা বিএনপির নেতারা জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে যায়।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। তারই অংশ হিসেবে আজকে আমরা শান্তিপূর্ণ পালন করতে এসেছিলাম। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের দাঁড়াতে দেয়নি। আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এভাবে আমাদেরকে দাঁড়াতে না দিলে আমরা কোথায় যাবো।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, জনস্বার্থ বিঘিœ্নতি করার চেষ্টার সময়ে পুলিশ বাধা দেয়। আটককৃতদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।