নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিপা আক্তার (২০) নামের নারী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সৌরভ জাহান জানান, মৃত্যুর আগে স্টেশনের প্লাটফরমে দাঁড়িয়ে নিপা তার স্বামীর বিরুদ্ধে মানুষের কাছে অভিযোগ করে বলছিলেন তার স্বামী তাকে প্রায়শই মারধর করে। সংসারে নানা কিছু নিয়ে স্বামীর সাথে তার ঝগড়া হয়। এতে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন। তবে তিনি নিজের স্বামীর নাম বলেননি।
চাষাঢ়া স্টেশন মাস্টার ইব্রাহীম মির্জা জানান, নিহতের হাতে একটি প্র্রেসক্রিপশন থেকে তার নাম পাওয়া গেছে। তার নাম নিপা। এ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।