নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার

সংরক্ষিত ছবি

সরকার

নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৮

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে। অন্য বছরের মতো এবারো তার জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে আওয়ামী লীগ গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

আনন্দ মিছিল, শোভাযাত্রা, মসজিদে দোয়া মাহফিল, মন্দির, গির্জা আর প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দুস্থ ও গরিবদের মাঝে ভ্যান, রিকশা, খাবার বিতরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় বঙ্গবন্ধু তনয়ার এবারের জন্মদিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আওয়ামী লীগ সভাপতির জন্মদিন উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে দলের উদ্যোগে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা আয়োজিত হয়। ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে গতকাল সকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে দুস্থদের মধ্যে রিকশা ও ভ্যান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করতে গতকাল দুপুরে মতিঝিলের বাফুফে মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল, রক্তদান ও আলোচনা সভা আয়োজিত হয়। শেখ হাসিনার জন্মদিনে গতকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদ জুমা মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করা হয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ আওয়ামী লীগের জাতীয় ও মহানগরীর নেতারা ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের মুসল্লি মোনাজাতে অংশ নেন। এর আগে সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, সাংবাদিক স্বপন কুমার সাহা, মুকুল বোস, জয়ন্ত সেন দীপু, পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ডি এন চ্যাটার্জী, অ্যাডভোকেট তাপস কুমার পাল, নারায়ণ সাহা মনি প্রমুখ। সকাল ৯টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন (সিএবি) ওয়াই এম সি  এ চ্যাপেলে প্রার্থনার আয়োজন করে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী প্রচার লীগ নামের একটি সংগঠন। এর আগে আলাদাভাবে সেখানে শোভাযাত্রার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শোভাযাত্রার আগে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং আলোচনা সভা করে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

গতকাল সকাল ১০টায় ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা কর্মসূচি উদযাপিত হয়। একই কর্মসূচি জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও উদযাপিত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads