নাটোরের মাঝদিঘা এলাকায় রাতব্যাপী লোক সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে বাউল ও গীতিকার আনছার আলীর উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয় লোক সঙ্গীতের এমন এক মিলনমেলা। এতে এলাকার প্রবীন নবীন শিশু কিশোরসহ নানা বয়সী মানুষ সারারাত জেগে উপভোগ করেন বাউল সাধকদের লোক সঙ্গীতের নানা পরিবেশনা। বাউল, লালন, ভাওয়াইয়া ও আর মারফতি মুশির্দী গানের মুর্চ্ছনায় মেতে উঠেন আগত শ্রোতারা।
সাংবাদিক মেহেদী হাসান বাবুর উপস্থাপনায় বাউল কার্তিস উদাস, রমা রায় ও নয়ন দাশসহ স্থানীয় এবং বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, ছাতনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল সরকার ও নাটোর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসাহাক আলীসহ স্থানীয় সংস্কৃতিপ্রেমী গণ্যমান্য ব্যক্তিরা।