নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ২০

প্রতীকী ছবি

দুর্ঘটনা

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ২০

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ, ২০১৯

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাইসহ দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রামে পিকআপ ভ্যান খাদে পড়ে এক জন নিহত অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোরের বিভিন্ন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি দিলিপ কুমার জানায়, গত রাত আটটার দিকে বড়াইগ্রাম উপজেলার চাপিলা ইউনিয়ানের পাবনাপাড়া থেকে প্রায় ৩০ জন যুবক একটি পিকআপ ভ্যানে চেপে পার্শ্ববর্তী রাথুরিয়া এলাকায় ওরসের মেলায় যাচ্ছিলো। পথে কান্দাইল এলাকায় মেলা যাত্রীরা আকস্মিক ভাবে পিকআপের ওপর নাচ-গান শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে পিকআপটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রনী নামে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাড়া যায়।

অপর দিকে নাটোরের সিংড়া পৌর এলাকায় গোল-ই-আফরোজ সরবারি কলজেরর সামনে মঙ্গলবার বিকালে মোটর সাইকেলের ধাক্কায় সাইদুর রহমান একজন আহত হয়। ওই দিন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইদুর রহমান সিংড়া উপজেলার খরমখুরি গ্রামের বাসিন্দা ও সিংড়া উপজেলার আওয়ামী-লীগের সভাপতি ওহিদুর রহমানের ভাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads