নাটোরের লালপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক স্কুল ছাত্রীহ অন্য তিন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর-বনপাড়া প্রধান সড়কের ওয়ালিয়া সিপাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাগর আহম্মেদ (৩২)। তিনি উপজেলার শীবপুর খান পাড়া গ্রামের মৃত রমজান খানের ছেলে।
আহতরা হলেন- উপজেলার গোপালপুর এলাকার নুরুল ইসলামের মেয়ে ও নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী লোপা খাতুন (১৫), মহিসাখোলা গ্রামের আক্কাস আলীর স্ত্রী হাসিনা বেগম (৫২) ও তার ছেলে হাসান (৩৫)। এদের মধ্যে লোপাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে এবং বাকিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি সবুজ সিএনজি গোপালপুর থেকে বনপাড়া যাওয়ার পথে ওই স্থানে পৌঁছালে তার সামনে থাকা একটি ট্রাক ব্রেক করলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঐ অটোরিকশায় থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর হাসপাতালে নিলে চিকিৎসক সাগর আহম্মেদকে মৃত ঘোষণা করেন।