নাটোরে ফাইনুর রহমান নিয়ন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শহরের চৌকিরপাড় এলাকা থেকে তাকে অস্ত্র সহ আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটককৃত ফাইনুর রহমান ওই এলাকার ফজলুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌকিরপাড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ফাইনুর রহমান নিয়নের বাড়ীর সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হলে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা এবং তাকে আটক করা হয়।
পরে তাকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন ও সংরক্ষন করার আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।