নাটোরের গাজীপুর বিল এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার গাজীপুর বিল এলাকায় ট্রাকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও শাহাজাদপুর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজিপুর বিল এলাকায় একদল ডাকাত ট্রাকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় গরু ভর্তি একটি ট্রাকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের ঘিরে নেয় ডিবি পুলিশের সদস্যরা। পরে ডাকাত দলের সদস্যরা বিলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পিছু নিয়ে ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি,ডাকাতি ও লুটপাটের একাধিক মামলা রয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
গ্রেফতারকৃতরা হচ্ছে পাবনার ফরিদপুর থানার মঙ্গলগ্রামের আমিন উদ্দিনের ছেলে আলতাফ হোসেন , একই এলাকার বক্কর প্রামানিকের ছেলে শামীম হোসেন , সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বড় শালিকা গ্রামের তোফা খলিফার ছেলে একরাম হোসেন ও তার সহোদর রকি হোসেন এবং নাটোরের সিংড়া উপজেলার শোয়াইর গ্রামের মকবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম সাগর।