নাচে গানে নারী নেত্রীর প্রচারণা

নারী নেত্রীরা নেচে গেয়ে নৌকার প্রচার করছেন

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

নাচে গানে নারী নেত্রীর প্রচারণা

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর, ২০১৮

৫ টনের একটি ট্রাক গাজীপুর কালীগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করছে। এরমধ্যে সাউন্ড সিস্টেম ও একদল নারী নেত্রী। গান বাজছে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় থিম সং হিসেবে খ্যাত ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কা ভোট দিন’। আর তাতে স্থানীয় নারী নেত্রীরা নেচে গেয়ে চালাচ্ছেন প্রচারণা।

নারী নেত্রীরা গানের ফাকে ফাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি’র স্থানীয় উন্নয়নের কথা বলছেন আর নৌকার ভোট প্রার্থনা করছেন।

এদিকে রোববার প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী এলাকার নাগরী ও বাহাদুরসাদী ইউনিয়নে কয়েকটি উঠান বৈঠক, পথসভা ও কর্মী সভা করেছেন। প্রতিটি নির্বাচনী অনুষ্ঠানেই সাধারণ ভোটার, তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেহের আফরোজ চুমকি (নৌকা) ছাড়াও এ আসনে রয়েছে আরো ৪ জন প্রার্থী। এরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ. কে. এম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপ ফুল)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads