কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৩ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আজিজুল ইসলাম। সে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
নাগেশ্বরী থানার এস আই শাহীন জানিয়েছেন, সোমবার বিকেল সোয়া ৫টায় নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের ১১ মাথা নামক এলাকায় নাগেশ্বরীগামী যাত্রীবাহী একটি ইজি বাইক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৩ বোতল ফেন্সিডিলসহ আজিজুলকে আটক করা হয়। তবে এ সময় একই গ্রামের মহসিন ফকিরের ছেলে হাসিবুল ইসলাম হাসু নামে আরো একজন পালিয়ে যায়।