নরসিংদীতে উট পাখির ডিম চুরির অভিযোগে ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে।
ওই সময় তার হাত পা ভেঙ্গে দেয়। মুমুর্ষ অবস্থায় স্কুল ছাত্রকে প্রথমে সদর হাসপাতালে ও পরে ঢাকায় প্রেরন করা হয়।
আহত স্কুল ছাত্র রিয়াদ হোসেন কাউরিয়া পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় এক যুবলীগ নেতার ভাগ্নে। সে সাটিরপাড়া স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, নরসিংদী আলীজান জুট মিল কর্তৃপক্ষ হরিন, উট পাখি সহ বিভিন্ন ধরনের পশু পাখি পালন করেন। সম্প্রতি উট পাখি গুলো ডিম দেয়। এরই মধ্যে বুধবার বিকেলে রিয়াদ ও তার বন্ধুরা উট পাখি গুলোকে দেখতে যায়। ওই সময় রিয়াদ উট পাখির দুইটি ডিম নিয়ে যায়। অভিযোগ রয়েছে, এরই জের ধরে আলীজান জুট মিল কতৃপক্ষের নির্দেশে শহর যুবলীগের সহ-সাধারন সম্পাদক খায়রুল ইসলামের ভাগ্নে ইছহাক সকালে স্কুল ছাত্র রিয়াদকে বাড়ি থেকে ডেকে আলিজান জুট মিলে নিয়ে আসেন। ওই সময় চুরির অপরাধে তাকে মারপিট করেন। ওই সময় পিটিয়ে তার হাত ও পা ভেঙ্গে দেয়। পরে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে সদর হাসপাতালে প্রেরন করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরন করা হয়।
রিয়াদের চাচা জাকির হোসেন বলেন, রিয়াদের অবস্থা গুরুতর মাথার আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ও ৪৫টি সেলাই করা হয়েছে। রিয়াদকে বাচাঁনো জন্য প্রচুর রক্তের প্রয়োজন।
শহর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বলেন, রিয়াদ উটপাখির ডিম চুরি করতে গেলে তাকে আমার ভাগিনা ইছসাক (৩০) দেখে ফেলে। পরে সে রিয়াদকে মারধর করে আহত করে। আমি আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। এতে আমার কোন সম্পৃক্ততা নেই। তবে আমার ভাগ্নের কঠোর বিচার করবো।
আলীজান জুট মিলস সহকারী ব্যাবস্থাপক হাবিবুর রহমান বলেন, মিলের ভেতর থেকে দুইটি উট পাখির ডিম চুরি হয়েছে। আজকেও রিয়াদ তার বন্ধদের নিয়ে পুনরায় ভেতরে আসার চেষ্টা করে। ওই সময় ইছাহাক নামে স্থানীয় এক লোক রিয়াদকে বাধা দেয়। পরে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। পরে আমরা আহতবস্থায় রিয়াদকে হাসপাতালে পাঠাই। মিলের ভেতরে বাহিরের লোক কিভাবে মারলো জানতে চাইলে তিনি সদোত্তর দিতে পারেনি।